জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম অভিমূখী বাইসাইকেল চালককে থামিয়ে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৭শ পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থনা পুলিশ। পাচার কাজে ব্যবহৃত বাইসাইকেলটিও জব্দ করা হয়।
আটককৃতরা হলে- কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্প এলাকার মু. জামাল উদ্দিনের ছেলে মো. এরফান (১৯) এবং একই এলাকার আবদুর রহমানের ছেলে মো. ফিরোজ (২০)।
১ নভেম্বর সকালে আটককৃতদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ। গত ৩১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়। লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, বাই সাইকেলে করে সুকৌশলে ইয়াবা পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।