জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
করোনা প্রতিরোধে কমিউনিটি গ্রুপ সদস্য ও পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিমূলক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশলার উদ্বোধন করা হয়।
সোমবার (১ নভেম্বর) সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর এ প্রসিক্ষণ কর্মশলা চলবে। এতে তিনদিনে ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।
লোহাগাড়া পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইক) এর সহায়তায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করেন।
তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ। এসময় উপস্থিত ছিলেন, ডা: আব্দুল্লাহ আল মামুন, ডা: আব্দুল্লাহ আল রিজওয়ান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিসাব রক্ষক মো. শহিদুল ইসলাম, গ্রুপ সদস্য যথাক্রমে- পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম, চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য মন্নান সিকদার, আধুনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফরিদুল আলম, মো. দিদারুল আলম, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি সমির কান্তি ভট্টচার্য্য, যগ্ম-সম্পাদক রিটন দাশ, অর্থ সম্পাদক সুভাশিষ রায়, পদুয়া ইউনিয়ন সভাপতি হামেদ হোসাইন, সাধারণ সম্পাদক আবুল মনছুর সিকদারসহ প্রথমদিন ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।