নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়াঃ
লোহাগাড়ায় টিলার মাটি চাপায় নুর আহমদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত নুর আহমদের বড় ছেলে মোহাম্মদ ওসমান (৪৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৩১ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার কলাউজান ইউনিয়নের জয়নগর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে । নিহত নুর আহমদ ওই এলাকার সোলতান আহমদের পুত্র বলে জানা গেছে । বিষয়টি নিশ্চিত করেছেন কলাউজান ইউপি চেয়ারম্যান এম ওয়াহেদ।
নিহত বৃদ্ধের ছোট ভাই মুহাম্মদ ইউসুফ জানান, ‘দুপুরে কোদাল নিয়ে বাড়ির পাশের একটি টিলা থেকে মাটি কাটতে গিয়েছিলেন নুর আহমদ ও তাঁর ছেলে ওসমান । এসময় টিলার নিচের অংশে মাটি কাটার সময় উপর থেকে মাটি ধ্বসে পড়ে। এতে বৃদ্ধ নুর আহমদ ও তাঁর ছেলে ওসমান গুরুত্বর আহত হন। পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নুর আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। পথিমধ্যে বিকাল ৪ টার সময় নুর আহমদ প্রাণ হারান।
এব্যাপারে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।