বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে পিপীলিকা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে (এ+) প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৭ অক্টোবর (বুধবার) বিকালে বাইশারী মডেল নুরানি ইবতেদায়ী মাদ্রাসার হলরুমে অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠিতা পরিচালক সাংবাদিক আবদুর রশিদ। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপীলিকা ফাউন্ডেশনের পরিচালক তানবিরুল ইসলাম, যুবনেতা ইরফান পাঠান, বাইশারী মডেল নুরানি ইবতেদায়ী মাদ্রাসার প্রধান বরকত উল্লাহ মাসুম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাইশারী মডেল নুরানি ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল, শাহিনুর,সাহেনা আক্তার, সমাজ সেবক আমান উল্লাহ প্রমূখ।
পিপীলিকা ফাউন্ডেশন এর পরিচালক তানবীরুল ইসলাম বলেন , পিপীলিকা ফাউন্ডেশন বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী শিক্ষাবান্ধব সংগঠন। সুদ ও দারিদ্র মুক্ত একটি আদর্শ সমাজ বিনির্মাণের লক্ষ্যেই এ ফাউন্ডেশন এর পথচলা। তিনি আরো বলেন, পিপীলিকা ফাউন্ডেশন বাংলাদেশ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে,যেমন : বিনাসুদে ঋণ প্রদান,শিক্ষা উপকরণ বিতরণ, বক্তব্য ও ক্রীড়া প্রতিযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানান উদ্যোগ নেওয়া হচ্ছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আদর্শ মানবিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।