নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়ায় পিতার সাথে অভিমান করে ফাতেমা আক্তার রিয়া (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
সে উপজেলার উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও উপজেলার জঙ্গল পদুয়া হোসেন সিকদার পাড়া এলাকার হাসান আলী সিকদারের মেয়ে।
সোমবার (২৫ অক্টোবর) সকালে নিহতের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম।
জানা যায়, নিহত রিয়া গতো কয়েকদিন পূর্বে ফেরিওয়ালা থেকে বাকিতে কাপড় ক্রয় করেন। কাপড় কেনার টাকা পিতার কাছে চাইলে পরে দেওয়ার কথা বললে রোববার রাতে পিতার সাথে অভিমান করেন। সোমবার সাকলে ঘুম থেকে ডাকতে গেলে বাড়ির লোহার রডের সাথে ওড়না প্যাঁছিয়ে গলায় ফাঁস লাগানোবস্থায় উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষ করেন।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, পদুয়ায় রিয়া নামের এক স্কুল শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল শেষ ককরেন৷ নিহতের পরিবারের পক্ষে কারাে অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।