নিজস্ব প্রতিবেদক:
আনজুমান – এ – রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট , চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম উপলক্ষে ২০ অক্টোবর বুধবার চট্টগ্রামে ঐতিহাসিক জশনে জুলুস উদযাপিত হয়েছে ।
জুলুসটি দরবারে আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলীর নেতৃত্বে বন্দর নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংল্মা আলমগীর খানকাহ্ এ – কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া হতে সকাল ৮ টায় এ জশনে জুলুস রওয়ানা হয় ।
নারায়ে তকবীর আল্লাহু আকবর , নারায়ে রিসালাত ইয়া রাসুল্লাল্লাহ ( দ . ) স্লোগানে মুখরিত লাখো লাখো সুন্নী মুসলমানদের অংশগ্রহণে অনুষ্ঠিত জুলুসটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এশে জুলু শেষ হয়।