নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুশ করেছে দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ।
শনিবার (১৬ অক্টোবর) ৮ রবিউল আউয়াল সকালে লোহাগাড়া দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ থেকে কয়েকশ বিভিন্ন গাড়ি নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ শোভাযাত্রা পদক্ষিণ করেন।
শোভাযাত্রায় নেতৃত্বদেন দক্ষিণ শুকছড়ি দরবার শরীফের পীরে কামেল হযরত মাওলানা নাছেরুল হক চিশতি (ম:জি:আ:)।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা সৈয়দ নুরুল আমিন চিশতি, মাওলানা সৈয়দ এহেছানুল হক চিশতি, মাওলানা সৈয়দ আব্দুল আহাদ চিশতি, মাওলানা সৈয়দ ফখরুল হক চিশতি, মাওলানা সৈয়ত আব্দুল বাকী চিশতি, মাওলানা সৈয়দ বদরুল হক চিশতী সৈয়দ মুহাম্মদ মউচুলুল হক চিশতিসহ চিশতিয়া তরিকতের অসংখ্য ভুক্তনুরাগীরা জশনে জুলশের র্যালীতে স্বত:স্পূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
দক্ষিণ শুকছড়ি দরবার শরীফের পীরে কামেল হযরত মাওলানা নেছারুল হক চিশতি (ম:জি:আ:) বলেন, মানবতার মুক্তিরদূত শেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা:) দুনিয়াতে না আসলে আমাদের জন্ম হতো না, সেই নবীর আগমনে আমাদের জশনে জুলুশ ও শোভাযাত্রা। সেই শেষ নবীর আদর্শ অনুস্মরণে সমাজে শান্তি প্রতিষ্টা সম্ভব। আসুন আমরা দলমত নির্বিশেষে সকলে প্রিয় নবীর জীবন ও আদর্শ অনুস্মরণ ও অনুকরণ করে জীবন প্রতিষ্ঠা করি।