জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
দক্ষিণ চট্টগ্রামের ঐতাহ্যবাহী চুনতির আশেকে রাসুল (সা:) হযরত আলহাজ্ব শাহ্ মাওলনা হাফেজ আহমদ শাহ সাহেব (রাহ: আ:) কর্তৃক প্রবর্তিত ১৯দিন ব্যাপী সীরত আন্তর্জাতিক ৫১তম মাহ্ফিলে সীরতুন্নবীর এবারের বাজেট ২কোটি ৭৫ লাখ টাকা।
১৮ অক্টোবর সীরতুন্নবী (সা:) শুরু উপলক্ষে শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চুনতির সীরত মাহফিলের কার্যালয় শাহ মন্জিলে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯দিন ব্যাপী সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ঐতিহাসিক চুনতির ১৯ দিন ব্যাপী সীরত মাহফিলের অন্যতম সদস্য ও শাহ সাহেব কেবলার দৌহিদ্র শাহজাদা তৈয়বুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজাদা আবুল কালাম ইবনে দিনার নাজাত, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জাহেদুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, ১৯দিন ব্যাপী সীরতুনন্নবী (সা:) মাহফিলের খাদেম শেহজাদুল হক, কাজী মো. আরিফুল ইসলাম সীরতুনন্নবী (সা:) মাহফিলের অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মন্নান প্রমূখ।
১৮ অক্টোবর মাহফিলে সীরতুন্নবী (সা:) শুরু হবে ৫ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
সীরতুন্নবী (সা:) মাহফিলে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য শ্রবণ করা আহবান জানান মাহফিলেরর মতওয়াল্লী পরিচালনা পরিষদের সভাপতি মো. হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।