নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া সদর বিল্লাপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহিম খলিল (২) নামের এক শিশু নিহত হওয়ার ঘটনা ঘটে। সে ওই এলাকায় মনজুরুল আলমের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় নিহত শিশুর বাড়ির পাশে পুকুরে এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল উদ্দিন।
নিহতের চাচা আবু আহমদ জানান, ঘটনারদিন সকালে নিহত শিশু ইব্রাহিম বাড়িতে খেলছিল। বাড়ির সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়িতে খুঁজে পাওয়া না যাওয়ায় খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে লোহাগাড়ায় সদরে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চাকিৎসক মৃত ঘোষনা করেন।
একইদিন বাদে যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন। এদডকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।