নিজস্ব প্রতিবেদক:
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ির ৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন।
ওই নয় ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক পেয়েছে মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে তাদের নাম ঘোষনা করেছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
যারা নৌকার মনোনয়ন পেয়েছেন: লামা উপজেলায়-
১/ গজালিয়া: বাথোয়াইচিং মার্মা।
২/ লামা সদর: মিন্টু কুমার সেন।
৩/ ফাঁসিয়াখালী: মোহাং নুরুল হোসাইন।
৪/ আজিজনগর: মো. জসিম উদ্দিন।
৫/ সরই: মোহাম্মদ ইদ্রিস।
৬/ রুপসী পাড়া: ছাচিং প্রু মার্মা।
৭/ ফাইতং: মোহাং ওমর ফারুক।
নাইক্ষ্যংছড়ি উপজেলায়:
১/ বাইশারী: মোহাম্মদ আলম।
২/ দোছড়ি: মোহাম্মদ ইমরান।