নিজস্ব প্রতিবেদক:
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকার মাঝি) হলেন মোহাম্মদ ইদ্রিস কোম্পানী।
১২ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ ইদ্রিস কোম্পানী সরই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) পাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য বান্দরবানের সংসদ সদস্য ও বান্দরবানের রুপকার পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর ঊসৈসিংহ এমপি ও বান্দরবান জেলা আওয়ামী লীগসহ লামা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সরই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।