বান্দরবানের রোয়াংছড়ির দেবতাকুমে মো. ফেরদৌস(২৬) নামের এক পর্যটক পানিতে ডুবে মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
রোববার (১০ অক্টোবর) দুপুরে রোয়াংছড়ি উপজেলায় কচ্ছপতলি এলাকায় দেবতাকুমে এ ঘটনাটি ঘটে।
নিহত ফেরদৌস গোপালগঞ্জের জেলার কাসিয়ানি উপজেলা লোকমান সর্দার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ট্যুরিষ্ট গাইড ইমন বড়ুয়া জানান, তারা বান্দরবান ৮ জনে একটি দল এসেছিল দেবতাকুমে। সেই ৮ টি দলের দ্বায়িত্বরত ট্যুরিষ্ট গাইড হিসেবে ছিলাম। পরে সবাইকে নিয়ে ভেলা করে উপরে যায়। ঘুরাঘুরি পর ফেরার পথে মো. ফেরদৌস (২৬) ও তার বন্ধুসহ দুইজন ভেলা উঠার জন্য প্রস্তুতি নেই। কিন্তু ফেরদৌস ভেলাতে না উঠে একা একা নৌকাতে উঠে আসে। পরবর্তিতে তার মৃগী রোগ উঠার কারণে ওই স্থানেই মৃত্যু হয় । পরে তাকে উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রোয়াংছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুপুর দিকে ঘটেছে। লাশটি উদ্ধার করে হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পরিবার কাছে হস্তান্তর পর কি করা হবে সেটি পরে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।