মো. নাজিম উদ্দিন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় অবৈধ বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে একজনকে অর্থদন্ড ও বিপুল সংখ্যক বালু জব্দ করা হয়েছে।
রোববার (১০অক্টোবর) দুপুর আড়াই টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি ঢালারমুখ সংলগ্ন এলাকার একটি বালুমহালে এ অভিযান পরিচালনা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপানা আইন,২০১০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করে এক ব্যাক্তিকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানাসহ ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত্ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা ও সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
জব্দকৃত বালু স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিনের জিম্মায় দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, টৈটং ইউপিতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে খবর পেয়ে সাথে সাথে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তলনের দায়ে একব্যাক্তিকে ৫০হাজার টাকা জরিমানাসহ উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে।