নাজিম উদ্দিন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় ইবরার আহনাফ জারিফ (২) নামের এক শিশু পুকুরে ডুবে নিহত হওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বটতলীয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জারিফ ওই এলাকার সৌদি প্রবাসী ইলিয়াসের ছেলে।
নিহতের স্বজন সিকদার বলেন, সকালে জারিফ তার দাদা মো. কালুর সাথে পাশের একটি দোকানে যায়। দাদা দোকানে বসে গল্পগুজব করছিলেন। কোন এক সময় সে দোকানের পাশে পরিত্যক্ত একটি পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে শিশু জারিফের অকাল মৃত্যুতে পরিবারে শোকেরর ছায়া নেমে আসে।