নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতুর জন্মদিন বিভিন্ন আয়োজনের মধ্যে পালন করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথমে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে লোহাগাড়া উপেজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসের পক্ষ থরকর ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু, সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির চাকমা, কলাউজান ইউনিয়নের চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, ভূমি অফিসের সহকারী রুমি দাশ, পিআইও অফিসের কার্য সহকারী শুভংকর চাকমা এবং অফিস সহায়ক মো. আতিকুর রহমান প্রমূখ।