নিজস্ব প্রতিবেদক:
“আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেস গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পাবলিক হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপার ভাইজার দিদারুল আলমের সঞ্চালনায় ও সহকারী কমিশনার (ভূমি( মো. খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, তথ্য কর্মকর্তা সোমাইয়া জান্নাত প্রমূখ।
আলোচনা সভা শেষ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের হাতে বিভিন্ন সাংস্কৃতিক সারঞ্জম তুলে দেন অতিথিবৃন্দ।
উক্ত আলোচনা সভায় গান পিরবেশন করেন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক প্রিয়া দাশ, কবিতা আবৃত্তি করেন সংগঠনের আবৃত্তি শিক্ষক ঐশি পাল।
উক্ত আলোচনা সভায় লোহাগাড়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীবৃন্দরা উপস্থিত ছিলেন।