নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশেরর পৃথক অভিযানে ১৫ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে। পাচার কাজে ব্যবহৃত একটি কার গাড়িও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, যাত্রিবাহী বাসে যাত্রী ৩ হাজার পিস ইয়াবাসহ গাইবান্ধা উত্তর ঘাগোয়া (মিয়া পাড়া, ০২নং ওয়ার্ড) এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে মো: উজ্জল মিয়া (৩৪)কে আটক করা হয়।
অপরদিকে, প্রাইভেটকারসহ মো: নেছার আহমেদ (৩১)কে ১২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। সে ঢাকার যাত্রাবাড়ী (উত্তর যাত্রাবাড়ী, জোড়া খাম্বা এলাকার হাজী মো. মনিরুল ইসলামের ছেলে।
গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রিবাহী বাস ও কার গাড়ি থামিয়ে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে ১৫ হাজার ইয়াবাসহ আটক করা হয়। মাদক পপাচার কাকাজে বব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার সাকালে আদালতে সোপর্দ করা হয়েছে।