নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
গত রোববার রাতে উপজেলার আমিরাবাদ ও বার আউলিয়া কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে এ বাঁশভর্তি কাভার্ডভ্যান গুলো আটক করা হয়েছে। পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মু. সাইফুল ইসলাম এ অভিযানে নেতৃত্বে দেন।
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মু. সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে ঢাকা হতে কাভার্ডভ্যান যোগে বাঁশগুলো পাচার হচ্ছিল। গোপন সংবাতেে ভিত্তিতে গত রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করি। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা চলছে। বর্তমানে বাঁশ ও কাভার্ডভ্যান গুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।