নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর আন্তরিক প্রচেষ্টায় লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ উপকারভোগীর মাঝে ভিজিডি চাউল বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় আধুনগর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়। এসময় ১১৫ জন কার্ডধারীদের পারিবারিক স্বচ্ছলতা ও সঞ্চয়ের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিন্টু তালুকদার, ইউপি সদস্য সুজন দাশ, আব্দুল মন্নান, মো. শাহজাহান চৌধুরী পারভেজ, আবুল কালাম, মো. রাশেদুল ইসলাম, আবুল হাসান, মাওলানা ওসমান গণি, মহিলা ইউপি সদস্য শিরিন আক্তার, আনোয়ারা বেগম ও সাজেদা বেগম প্রমূখ।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর আন্তরিকতায় ১১৫ জন গরীব অসহায় পরিবারের মাঝে ভিজিডি কার্ডধারীদের স্বাস্থ্যবিধি মেনে ভিজিড চাল বিতরণ করা হয়।