নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার আধুনগরে বিভিন্ন সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে আধুনগরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় আধুনগর ইউনিয়নের পাল পাড়া, বাবু ধিরণ পালের বাড়ির সামনে মন্দির সড়কের ফ্লাট সলিং কাজ পরিদর্শন করেন।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন বলেন, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামৃদ্দিন নদভীর আন্তরিকতা ও সার্বিক সহযোগীতায় আধুনগরে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। চলমান উন্নয়ন ও সংস্কার কাজের গুণগত মান নিশ্চিত করতে নির্দেশনাও দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. আব্দুল মন্নান, মো. রাশেদুল ইসলাম প্রমূখ।