নিজস্ব প্রতিবেদক:
লোহাগাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ আহসান হাবিব জিতু’র সাথে সৌজন্য সাক্ষাত করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।
২০ সেপ্টেম্বর সকাল ১১ টায় ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এসময় নেতৃবৃন্দরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অনুমোদিত লোহাগাড়া উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি এবং উপজেলার ১০৬ টি পূজা মন্ডপের তালিকা ইউএনও’কে জমা দেন।
এসময় ইউএনও আসন্ন শারদীয় দুর্গা পূজার সরকারী বরাদ্দ প্রত্যেক পূজামন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের নামে পৃথক পৃথক ডিও করে সুষ্ঠু বন্টন করার ঘোষণা দেন।
সাক্ষাতকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী বিএসসি,দক্ষিণ জেলা অনুমোদিত লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ইউপি সদস্য সুনীল সরকার, সহ-সভাপতি হরিশংকর গুপ্ত, সহ-সভাপতি দেবাশীষ ধর টুলু,সহ-সভাপতি ডাঃ সুকুমার নাথ, সহ-সভাপতি ডাঃ উজ্বল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক রাজু ধর রাজ, যুগ্ম -সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সহ-সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক ডাঃ সুজন কান্তি নাথ, অর্থ সম্পাদক রণি দাশ, দপ্তর সম্পাদক বিশ্বজিত চৌধুরী শিবু, প্রচার সম্পাদক নয়ন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় আচার্য্য,গণ সংযোগ সম্পাদক তমাল কৃষ্ণ দাশ, সহ-ধর্মীয় সংরক্ষণ সম্পাদক প্রদীপ শীল, কার্যনির্বাহী সদস্য বিশ্বজিত দাশ,বাশীমোহন শীল, মুকুল দত্ত,বাদশা মল্লিক, অসিত কান্তি দে ও ভানু ধরসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।