নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ একটি মাক্রোবাস জব্দ করা হয়েছে। এসময় পাচারকাজে জড়িত থাকায় মাইক্রবাসের চালক মো. ইসমাঈল (৩১)কে আটক করা হয়। সে চট্টগ্রামের পটিয়া কুসুমপুরা গোরনখাইন হাফেজ জালাল আহমদের বাড়ির মৃত মনির আহম্মদের ছেলে।
গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাসী চালিয়ে ইয়াবাসহ তাকে আটকক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ১৯ সেপ্টেম্বর সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম ৭ হাজার পিস ইয়াবাসহ পাচারকারীকে আটক করেন। পাচার কাজে ব্যবহৃত মাইকৌবাসটিও জাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।