লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন বলেন,শিক্ষার্থীদেরকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে এক হয়ে কাজ করতে হবে। আত্মসমালোচনা করতে হবে আত্মশুদ্ধির জন্য। মানুষ ভুল করতে পারে, তবে সে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুদ্ধ করতে হবে। সংশোধন করতে হবে। তিনি বলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাব।
কলেজ অধ্যক্ষ মো: ফয়েজ উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এড. হুমায়ন কবির রাসেল, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী,মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী,লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোজাহেদ কায়ছার, অধ্যাপক স্বপন কুমার মজুমদার, অধ্যাপক বিরেন্দ্র দেব নাথ, অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, উত্তর আমিরাবাদ এম.বি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ শাহাজাহান বিন আবদুল আজিজ ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
##এসময় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, উপ দপ্তর সম্পাদক এম.এস মামুন, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী মামুন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস.এম ইউনুচ, লোহাগাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজত উল্ল্যাহ সিকদার, উপজেলা যুবলীগের সদস্য নাজমুল হাসান টিপু, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মুুহাম্মদ আবছার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক একেএম পারভেজ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেহান পারভেজ চৌধুরী,আপ্যায়ন সম্পাদক রানা বড়ুয়া, ছাত্রলীগ নেতা জিহানসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ এ সংবর্ধনা সভার আয়োজন করেন।