নাজিম উদ্দিন, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে টইটং ইউনিয়ন পরিষদ (ইউপির) নির্বাচন। ওই দিন ভোট গ্রহণকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য জোরদার করা হয়েছে ৫ স্তরের নিরাপত্তা বলয়।
যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নির্বাচনী দায়িত্বে কর্মরত থাকা ৬টি স্ট্রাইকিং ফোর্স ও অতিরিক্ত প্রশাসনিক বলয়ের মধ্যে বহু প্রত্যাশিত ও আকাঙ্খি টইটং ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ হওয়ার পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে।
২০ সেপ্টেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে শান্তিপূর্ন ভোট গ্রহণের জন্য প্রশাসন আগাম প্রস্তুতি শেষ করেছে। নির্বাচনের ১ দিন আগে ১৯ সেপ্টেম্বর বিকেলে টইটংয়ে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের জন্য কর্মরত ও দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও পুলিং অফিসারদের স্ব স্ব স্থানে পাঠানো হয়েছে।
অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের জন্য রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে ইতিমধ্যে সর্বোচ্চ নির্দেশনা প্রেরণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করে।
নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ স্তরের প্রশাসনিক নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। টইটং ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯ টি। এরই মধ্যে ৪টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১ নং ওয়ার্ডের বটতলি শফিকিয়া মাদ্রাসা, ২ নং ওয়ার্ডের কাছেমুল উলুম মাদ্রাসা, ৭ নং ওয়ার্ডের এবতেদায়ী মাদ্রাসা ও ৯ নং ওয়ার্ডের সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ ৪ টি কেন্দ্রকে সর্বোচ্চ সতর্কতার মধ্যে নিয়ে আনা হয়েছে।
নির্বাচনী কাজে ম্যাজিস্ট্রেট থাকবেন ৩ জন। ১ জন থাকবেন জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট। ৪প্লাটুন র্যাব, ৪প্লাটুন বিজিবিসহ প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য ৬ জন থাকবেন পুলিশের জোয়ান।
এ ছাড়াও প্রতি কেন্দ্রের জন্য ১৫ জন করে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
টইটং ইউপি নির্বাচনে এবারের ভোটার ১৮,৬১২ জন। চেয়ারম্যান প্রার্থী ৭ জন। তবে মূল প্রতিদ্বন্ধীতা হবে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী ও চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিনের মধ্যে।