বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী বৃহত্তর নারিচবুনিয়া প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লি: (বান্দরবান, রেজি: নং- ৬৯৭/২১) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাদে জুমা নারিচবুনিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মুসল্লীদের মাঝে সংগঠনটির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে।
এরই ধাররাবাহিকতার অংশ হিসেবে বৃহত্তর নারিচবুনিয়া ফুটবল একাডেমীকে জার্সি উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর নারিচবুনিয়া প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন, উপদেষ্টা মো. এহসান উল্লাহ, মাওলানা জহিরুল ইসলাম, মো. আবুল হাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহত্তর নারিচবুনিয়া প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মালেশিয়া প্রবাসী হাফেজ আবদুল করিম মোবাইল ফোনে জানান, বাইশারীর বৃহত্তর নারিচবুনিয়া প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ইহা একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটি টিকিয়ে রাখা সকলের দ্বায়িত্ব ও কর্তব্য। তিনি আরো বলেন- “দশের লাঠি একের বোঝা” “একতাই শক্তি একতাই বল” একতা সামাজিক সংগঠন। একতা সামাজিক সংগঠন’ একটা পরিবার। আমরা সবাই এই পরিবারের সদস্য। আমরা এই সংগঠনকে শক্তিশালী করতে সর্বদা পরিশ্রম করবো এবং সকলের সার্বিক সহযোগিতায় এগিয়ে যাবো। সংগঠন এর মূল লক্ষ্য , সমাজের উন্নয়নমূলক কাজ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান। গরিব-দূঃখী মানুষের পাশে দাঁড়ানো। একে অন্যের বিপদে পাশে থাকারর অঙ্গীকার ব্যক্ত করেন।