বান্দরবান সংবাদদাতা:
বান্দরবান সদর ইউনিয়নে ঝিরির পানিতে ভেসে যাওয়া মা-মেয়ে তিন জনের মধ্যে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো খোঁজ মিলেনি মায়ের। উদ্ধারকৃতরা হলেন, বান্দরবান ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার বাজেরুম ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরা (৮)।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাইংগ্যা ঝিরির মাথা থেকে ভাই বোনের লাশ উদ্ধার করা হয়।
গত বুধবার (১৫সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জুম থেকে বাড়ি ফেরার পথে ঝিরি পারাপার হতে গিয়ে পাহাড়ী ঢলে ঝিরির পানিতে ভেসে গিয়ে নিঁখোজ হয় ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তার মেয়ে বাজেরুম ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরা(৮)।
পরে বৃহষ্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উদ্ধার অভিযান চালায় পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা। পরে ছাইংগ্যা ঝিরির মাথা থেকে বাজেরুম ত্রিপুরা (১২) ও প্রদীপ ত্রিপুরা(৮) এর লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, বুধবার বিকাল থেকে হঠাৎ বান্দরবানে ভারী বৃষ্টিপাত হয়। এতে পাহাড়ী ঢলে ছাইংগ্যা ঝিরির পানি বেড়ে যায়। এসময় জুমিয়া কৃষানী মা তার এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে জুমের কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা ঝিরি পারাপার হতে গিয়ে পানির প্রবল স্রোত ভেসে যায় । এসময় এক মেয়ে কোন রকম প্রানে বেঁচে গিয়ে পাড়ায় পৌছতে পারলেও অন্য তিনজন নিখোঁজ হয়। বেঁচে যাওয়া মেয়েটি পাড়ায় এসে সবাইকে বিষয়টি জানালেও ঘটনাস্থ দুর্গম পাহাড়ি এলাকা ও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পাড়ার কেউ বের হওয়ার সাহস করেনি। খবর পেয়ে আজ সকালে সেনাবাহিনী, পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা উদ্ধার আভিযান চালিয়ে ভাই বোন দুজনের লাশ উদ্ধার করে। এদিকে নিঁখোজ মাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, দমকলবাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মিলনছড়ি ক্যাম্পের ইনচার্জ মোঃ আবদুল কাদের জিলানী বলেন, সকালে ভাই বোনের লাশ উদ্ধার হয়েছে। তবে মাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা উদ্ধার কাজ করছি।